বিদ্যুৎ বিভ্রাট : স্পেনে রেল সংকট— ছোট রুটের ট্রেন পরিষেবা ফিরিয়ে আনতে মরিয়া সরকার

স্পেনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাঝারি ও দীর্ঘপথের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ছোট রুটের পরিষেবা দ্রুত ফেরানোর চেষ্টা চলছে। পড়ুন বিস্তারিত।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, আজকের মধ্যে মাঝারি আর দীর্ঘপথের ট্রেনগুলি স্বাভাবিকভাবে চালু হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে, ছোট দূরত্বের লোকাল বা কমিউটার ট্রেন পরিষেবা যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা চলছে। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি ঠিক হলেই এই পরিষেবা ফেরানো হবে।

publive-image

পরিবহনমন্ত্রী আরোও জানান, যেসব ট্রেন মাঝপথে আটকে পড়েছে, সেগুলিতে থাকা যাত্রীদের নিরাপদে বের করে আনার কাজ চলছে। তবে, বিদ্যুৎ ঠিক হয়ে গেলেও সবকিছু ঠিকঠাক করতে, যেমন ট্রেনগুলিকে সঠিক জায়গায় ফিরিয়ে আনা আর নিয়ন্ত্রণ ব্যবস্থা (Control Systems) সচল করতে কিছুটা সময় লাগবে। তিনি আরও জানান, যদি আজ বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি ঠিক হয়ে যায়, তাহলে কাল থেকেই পুরোপুরি ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

publive-image

এছাড়াও, সোশ্যাল মিডিয়া এক্স-এ (টুইটার) পরিবহনমন্ত্রী জানান, বর্তমানে স্পেনে বিমান পরিষেবা ৮০% স্বাভাবিক রয়েছে। নিরাপত্তাজনিত টেলিকমিউনিকেশন সমস্যার কারণে বাকি ২০% পরিষেবায় সাময়িক সমস্যা হচ্ছে।