/anm-bengali/media/media_files/S7X5K5Ci943kPNuCpQT0.jpg)
নিজস্ব সংবাদদাতা : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের রুবেলের মেয়ে, তৃতীয় শ্রেণির ছাত্রী নুসরাত জাহান রাহী (১০), বেলা ১২টার দিকে ধর্ষণের শিকার হয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাহীকে প্রথমে ধর্ষণ করা হয় এবং এরপর তাকে হত্যা করে পুকুরের পাশে ফেলে দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/aFUXM0l9WUUvxeB2wjlk.jpg)
পরে স্থানীয়রা রাহীর নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজনদের ধরতে অভিযান চালাচ্ছে। এ নৃশংস ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং রাহীর পরিবার গভীর শোকে নিমজ্জিত।
/anm-bengali/media/media_files/DYeSvadEun28xiOfovbH.jpg)
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ অভিযোগকারীকে দ্রুত শনাক্ত করতে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
তৃতীয় শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান রাহী (10 বছর)
— Mithu Mojumder (@mithumojumder71) December 15, 2024
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের রুবেলের মেয়েকে আনুমানিক বেলা ১২ টার দিকে ধ* র্ষণ করে মেরে পুকুরের পাশে ফেলে রেখে যায়।#Bangladesh#BangladeshCrisis#StepDownDrYunuspic.twitter.com/dRyN8euXh4
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us