New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলের সাম্প্রতিক হামলায়, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (IRGC)-এর প্রধান, জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন বলে জানিয়েছে, ইরানের একাধিক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। জেনারেল সালামি ছিলেন ইরানের অন্যতম প্রভাবশালী সামরিক নেতা এবং দেশের প্রতিরক্ষা কৌশলের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণকারী। তাঁর মৃত্যুর খবরে ইরানের অভ্যন্তরের উত্তেজনা আরও বেড়ে গেছে বলেই ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
/anm-bengali/media/media_files/66edOIf75g2FkZ9UUpNU.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us