অপারেশন সিন্ধূরে পাকিস্তানি ৫ যুদ্ধবিমান ধ্বংস, ঐতিহাসিক সাফল্য বললেন টম কুপার

ঐতিহাসিক সাফল্য বললেন টম কুপার।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-12 10.43.26 PM

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় বায়ুসেনা প্রধানের নিশ্চিতকরণে জানা গেছে, অপারেশন ‘সিন্ধূর’-এ এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। সামরিক বিমান চলাচল বিশ্লেষক টম কুপার এই সাফল্যকে “ঐতিহাসিক” বলে আখ্যা দিয়েছেন।

কুপার বলেন, “আমরা কেবল আকাশে গুলিবর্ষণের প্রমাণই নয়, আরও পাকিস্তানি বিমান ধ্বংসের প্রমাণও দেখেছি। এমনকি মাটিতেও পাকিস্তানি বিমান ধ্বংস হয়েছে। তবে এতদিন ভারতীয় বায়ুসেনা বা সরকার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তাই এটি এমন এক তথ্যের নিশ্চিতকরণ, যা আমরা ইতিমধ্যেই মে মাসে বাস্তব ঘটনা হিসেবে ধরে নিয়েছিলাম।”

তিনি আরও উল্লেখ করেন, “এটি কেবল কৌশলগত নয়, অপারেশনাল ও স্ট্র্যাটেজিক স্তরেও একটি বড় সাফল্য। রেঞ্জের দিক থেকে— ৩০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে এই সাফল্য অর্জন ছিল এক ঐতিহাসিক মাইলফলক।”