স্থগিত টাইটানিক অভিযান, জানাল ওশানগেট

দুর্ঘটনার পর ফের টাইটানিক অভিযানের বিজ্ঞাপন দিয়েছিল ওশানগেট। কিন্তু বৃহস্পতিবার সেই অভিযান স্থগিত করে দিল এই সংস্থা। 

author-image
Ritika Das
New Update
ocean4.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: টাইটানিক অভিযান স্থগিত করে দিল ওশানগেট সংস্থা। গত মাসে টাইটানিক দেখতে গিয়ে সমুদ্রের তলদেশে ধ্বংস হয়ে গিয়েছিল ওশানগেটের সাবমেরিন। ৫ জন যাত্রীর মৃত্যু হয়েছিল সেই অভিযানে। এরপর ফের টাইটানিক অভিযানের জন্য বিজ্ঞাপন দেয় এই সংস্থাটি। কিন্তু বৃহস্পতিবার সেই সকল অভিযান স্থগিত করে দেওয়ার কথা ঘোষণা করে তারা। 

বৃহস্পতিবার ওশানগেট তাদের ওয়েবসাইটে জানিয়ে দেয় যে, ওশানগেট তাদের টাইটানিক অভিযান এবং বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করছে। ২০২৪ সালের জুন মাসে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত শতাব্দী প্রাচীন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যাওয়ার জন্য দুটি অভিযানের পরিকল্পনা করেছিল। তার জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছিল তারা। কিন্তু পরবর্তীকালে সেই অভিযান স্থগিত হয়ে যায়।