দুর্নীতির মূল অভিযুক্ত তিমুর মিন্দিচ বৈধভাবে ইউক্রেন ত্যাগ করেছেন — সীমান্তরক্ষী বাহিনীর প্রতিবেদন

মার্শাল ল’ চলাকালীন সীমান্ত পাড়ি দিতে প্রয়োজনীয় সব নথি ছিল বৈধ, জানাল কর্তৃপক্ষ।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের জ্বালানি খাতে সাম্প্রতিক দুর্নীতির মামলার প্রধান অভিযুক্ত তিমুর মিন্দিচ বৈধ প্রক্রিয়ায় দেশ ত্যাগ করেছেন বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনী। অভ্যন্তরীণ তদন্তের পর মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “মার্শাল ল’ চলাকালীন সীমান্ত অতিক্রমের জন্য প্রয়োজনীয় সকল নথি যথাযথভাবে অনুমোদিত ছিল।” অর্থাৎ, মিন্দিচ আইনসম্মতভাবে ইউক্রেন ছাড়েন এবং তার যাত্রায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।

dqe

সীমান্তরক্ষী বাহিনী আরও জানায়, তিমুর মিন্দিচের বিরুদ্ধে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়নি। ফলে তিনি আইনি বাধা ছাড়াই দেশ ত্যাগের অনুমতি পান।

উল্লেখ্য, মিন্দিচ ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা “এনারগোঅ্যাটম”-এর সঙ্গে সম্পর্কিত একটি বড় দুর্নীতি কেলেঙ্কারির প্রধান সন্দেহভাজন হিসেবে তদন্তাধীন রয়েছেন। এই মামলার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বিচারমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের আহ্বান জানান এবং মিন্দিচসহ দু’জনের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।

এই ঘটনাকে ঘিরে ইউক্রেনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে, বিশেষ করে যুদ্ধাবস্থায় উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দায়বদ্ধতা ও জবাবদিহি নিয়ে।