অজ্ঞাত ড্রোন হামলায় মস্কোর তিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ

ভনুকোভো, দোমোদেদোভো ও শেরেমেতিয়েভোতে উড়ান স্থগিত; অন্তত ৫৪টি ফ্লাইট বাতিল।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: অজ্ঞাত ড্রোন হামলায় মস্কোর তিনটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভনুকোভো, দোমোদেদোভো এবং শেরেমেতিয়েভো বিমানবন্দর—এই তিনটিতেই উড়ান চলাচল বন্ধ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অন্তত ৫৪টি ফ্লাইট বাতিল হয়েছে, যা সমানভাবে আগমন ও প্রস্থান উভয় ক্ষেত্রেই ভাগ হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে। ড্রোনগুলোর উৎস বা হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে।