/anm-bengali/media/media_files/2025/08/30/screenshot-2025-08-30-7-am-2025-08-30-07-57-23.png)
নিজস্ব প্রতিনিধি: ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরে বিক্ষোভ সহিংস রূপ নিলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শহরের একটি কাউন্সিল ভবনে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে রাজধানী জাকার্তা ও দেশের বিভিন্ন প্রদেশে চলমান বিক্ষোভের ধারাবাহিকতায়। কয়েক দিন আগে পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক—যিনি অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার চালক ছিলেন—মৃত্যুবরণ করেন। ওই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে গণবিক্ষোভ শুরু হয়।
/anm-bengali/media/post_attachments/9317ea99-281.png)
শুক্রবার রাত থেকে মাকাসার শহরে উত্তেজনা বৃদ্ধি পায়। বিক্ষোভকারীরা সরকারি ভবন ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। কিন্তু স্থানীয় প্রশাসনের দাবি, বিক্ষুব্ধ জনতার একটি অংশ কাউন্সিল ভবনে ঢুকে পড়ে এবং অগ্নিসংযোগ করে।
#UPDATE At least three people were killed by a fire started by protesters at a council building in Indonesia's Makassar city, a local official told AFP Saturday, after rallies erupted across the country following the death of a motorcycle taxi driver hit by a police vehicle. pic.twitter.com/bUlixqQi0I
— AFP News Agency (@AFP) August 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us