মাদক চোরাচালানে অভিযুক্ত তিন ভারতীয়কে মৃত্যুদণ্ডের সাজা ইন্দোনেশিয়ায়

গোপন সংবাদের ভিত্তিতে এদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ তিনজন অভিযুক্তকেই ফাঁসির সাজা শোনানো হয়েছে।

author-image
Debjit Biswas
New Update
x

নিজস্ব সংবাদদাতা : মাদক পাচারের দায়ে অভিযুক্ত তিন ভারতীয় নাগরিককে আজ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ায়। এই তিন অভিযুক্তই "লেজেন্ড অ্যাকোয়ারিয়াস" নামের একটি কার্গো জাহাজের মাধ্যমে ১০৬ কেজি ক্রিস্টাল মেথ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। রাজু মুথুকুমারন (৩৮), সেল্বাদুরাই দিনাকরণ (৩৪) ও গোবিন্দাসামি বিমলকন্দন (৪৫) নামের এই তিনজন অভিযুক্তই তামিলনাড়ুর বাসিন্দা এবং এরা সিঙ্গাপুরের একটি শিপিং কোম্পানিতে কাজ করতেন।

Arrest

২০২৪ সালের জুলাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দোনেশিয়া প্রশাসন, মাদক পাচারের অভিযোগে এদের তিনজনকে গ্রেপ্তার করেছিল।