/anm-bengali/media/media_files/2025/04/21/1000191790-779992.jpg)
নিজস্ব সংবাদদাতা : পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারত সরকার। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু, ‘হিজ হোলিনেস পোপ ফ্রান্সিস’, ২১শে এপ্রিল ২০২৫ তারিখে পরলোক গমন করেন। এই মহান ধর্মনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক গোটা ভারতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে।
/anm-bengali/media/media_files/2025/04/21/1000191789-405167.jpg)
এই শোক পালন হবে ২২শে ও ২৩শে এপ্রিল — দুই দিন এবং তার সঙ্গে যুক্ত থাকবে আরও একদিন, যেদিন পোপের শেষকৃত্য সম্পন্ন হবে। এই সময়ে ভারতের সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি, এই সময়ে কোনো ধরনের সরকারি আনন্দানুষ্ঠান বা বিনোদনের আয়োজন করা হবে না।
ভারত সরকার পোপ ফ্রান্সিসের ধর্মীয়, মানবিক ও নৈতিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে। তাঁর প্রয়াণে শুধু খ্রিস্টান সম্প্রদায়ই নয়, সমগ্র বিশ্বের মানবতাবাদী চিন্তাধারায় এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।
Ministry of Home Affairs ( MHA) announces a three-day State Mourning as a mark of respect on the passing away of His Holiness Pope Francis, Supreme Pontiff of the Holy See.
— ANI (@ANI) April 21, 2025
His Holiness Pope Francis, Supreme Pontiff of the Holy See passed away today, the 21st April, 2025. As a… pic.twitter.com/5x9qpzEeus
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us