BREAKING : পোপ ফ্রান্সিসের প্রয়াণে ভারতজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভারত সরকার ঘোষণা করেছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত, বন্ধ থাকবে সরকারি বিনোদন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারত সরকার। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু, ‘হিজ হোলিনেস পোপ ফ্রান্সিস’, ২১শে এপ্রিল ২০২৫ তারিখে পরলোক গমন করেন। এই মহান ধর্মনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক গোটা ভারতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে।

publive-image

এই শোক পালন হবে ২২শে ও ২৩শে এপ্রিল — দুই দিন এবং তার সঙ্গে যুক্ত থাকবে আরও একদিন, যেদিন পোপের শেষকৃত্য সম্পন্ন হবে। এই সময়ে ভারতের সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি, এই সময়ে কোনো ধরনের সরকারি আনন্দানুষ্ঠান বা বিনোদনের আয়োজন করা হবে না।

ভারত সরকার পোপ ফ্রান্সিসের ধর্মীয়, মানবিক ও নৈতিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে। তাঁর প্রয়াণে শুধু খ্রিস্টান সম্প্রদায়ই নয়, সমগ্র বিশ্বের মানবতাবাদী চিন্তাধারায় এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।