/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ বাহিনীর গোলাবর্ষণে তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় অভিযোগকারীর দপ্তর (প্রসিকিউটর অফিস)।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছে এক দেড় মাস বয়সী শিশু, যে তার মায়ের সঙ্গে রুশ সেনার আর্টিলারি হামলায় আহত হয়েছে। শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
খেরসন শহর ও আশপাশের এলাকায় রুশ গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
সরকারি সূত্রে দাবি করা হয়েছে, রুশ বাহিনী আবাসিক এলাকা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে এই আক্রমণ চালায়।
ইউক্রেনের সেনা ও জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
⚡️Three civilian people were killed and 11 others injured as a result of russian strikes in Ukrainian Kherson region, — reports the prosecutor’s office.
— BLYSKAVKA (@blyskavka_ua) October 14, 2025
Among the victims is a one-and-a-half-month-old baby, who, along with their mother, was injured during the russian artillery…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us