তথ্য ফাঁসের পর গোপনে ব্রিটেনে আনা হয় হাজারো আফগান: ব্রিটিশ মন্ত্রী

২০২২ সালের তথ্য ফাঁসের পর বিপদের মুখে পড়া হাজারো আফগানকে গোপনে ব্রিটেনে আনা হয়েছিল: ব্রিটিশ মন্ত্রীর প্রকাশ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-15 10.33.04 PM

নিজস্ব সংবাদদাতা: ২০২২ সালে আফগানিস্তানে কর্মরত আফগান দোভাষী ও ব্রিটিশ মিশনের সহযোগীদের ব্যক্তিগত তথ্য অনিচ্ছাকৃতভাবে ফাঁস হওয়ার পর, তাঁদের জীবন হুমকির মুখে পড়ে। সেই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ‘Operation Sanctuary’ নামে একটি গোপন কর্মসূচিতে হাজারো আফগান ও তাঁদের পরিবারকে যুক্তরাজ্যে সরিয়ে আনে—মঙ্গলবার সংসদে এই তথ্য প্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী জনাথন লুইস।

মন্ত্রী জানান, প্রায় ৩,৫০০ জনকে এই প্রক্রিয়ায় নিরাপদে পুনর্বাসন করা হয়েছে। তিনি বলেন, "এটি ছিল আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।" মানবাধিকার সংগঠনগুলো সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানালেও জানিয়েছে, আরও বহু বিপন্ন ব্যক্তি এখনও আফগানিস্তানে রয়ে গেছেন, যাঁদের দ্রুত উদ্ধারের প্রয়োজন।