New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ঘটে গেল মর্মান্তিক ‘ম্যাস শুটিং’ ঘটনা। দেশটির পুলিশ জানিয়েছে, এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে রাজধানীর এক জনবহুল বাণিজ্যিক এলাকায়। এখনও পর্যন্ত হামলার কারণ বা হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে।
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তদন্ত চলমান রয়েছে।
#BREAKING Four killed in 'mass shooting' in Thai capital, say police pic.twitter.com/lmQSMQpxnZ
— AFP News Agency (@AFP) July 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us