New Update
/anm-bengali/media/media_files/2025/07/04/screenshot-2025-07-04-am-2025-07-04-02-03-03.png)
নিজস্ব সংবাদদাতা: ইন্দোনেশিয়ার বালির পথে রওনা হওয়া একটি ফেরি প্রবল সাগর ঢেউয়ের মধ্যে ডুবে যাওয়ায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং এখনও বহু যাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফেরিতে ঠিক কতজন যাত্রী ছিল তা এখনও নিশ্চিত নয়। উদ্ধার কাজ চলছে, তবে খারাপ আবহাওয়ার কারণে তা ব্যাহত হচ্ছে। দুর্ঘটনাটি দেশটির নৌ নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।
At least six people were dead and dozens unaccounted for after a ferry sank in rough seas on its way to the Indonesian resort island Bali, according to rescue authorities who said 29 survivors had been plucked from the water so far. https://t.co/oYQBScpkKOpic.twitter.com/mvYOWVIj71
— AFP News Agency (@AFP) July 3, 2025