/anm-bengali/media/media_files/A7zSTfk7MqwA1U0jP3By.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ ইজরায়েলের গাজা শহরে প্রতিনিয়ত রকেট হামলা চালাচ্ছে হামাস বাহিনী। এখন অবধি ২০০০ এর বেশি মানুষ এই হামলায় নিহত হয়েছেন। তবে এবার হামস গোষ্ঠী সরাসরি আক্রমণ করে বসলো সামরিক বাহিনীকে।
Civilian car hit by a rocket coming from Gaza, in Sderot, Israel, today pic.twitter.com/abaQNJEwkx
— ANI (@ANI) October 12, 2023
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
জানা গিয়েছে, গাজা থেকে আসা একটি রকেটের আঘাতে এক সামরিক বাহিনীর গাড়িতে থাকা বহু সেনা আহত হয়েছেন। রকেটটি ইসরায়েলের সেডরোট থেকে এসেছিল বলে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে ইসরায়েলের সেডরোটের মেয়র জানিয়েছেন, "আমরা এখান থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে চাই। প্রায় ১৫,০০০ মানুষ এখানে এই শহরে থাকেন। আমরা আমাদের জনগণকে শক্তিশালী রাখার জন্য উদ্বুদ্ধ করছি। আমরা তাদের মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করছি, যেমন আমরা তাদের শারীরিক অবস্থার উপর কাজ করি। আমরা মনে করি আমাদের এই দেশটি খুবই শক্তিশালী। ''
Mayor of Sderot, in Israel, says, "Three people were injured in this attack...We want to evacuate everyone from here to a safer place. Around 15,000 people stay here in this town."
— ANI (@ANI) October 12, 2023
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us