এবার তদারকিতে স্বয়ং কিম জং উন- এই মুহূর্তের আন্তর্জাতিক কাঁপানো খবর

নতুন বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি করলেন কিম জং উন।

author-image
Aniket
New Update
Kim Jong Un

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শনিবার দুটি “নতুন” বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ স্বচক্ষে পরিদর্শন করেন। এই ক্ষেপণাস্ত্র দুটি “উন্নত” অস্ত্র ব্যবস্থা, যার যুদ্ধক্ষমতা পূর্ববর্তী সংস্করণের তুলনায় অনেক বেশি। পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে সেগুলির “অসাধারণ যুদ্ধক্ষমতা” প্রমাণিত হয়েছে বলেই দাবি করছে পিয়ংইয়ং।

 Kim Jong Un

কিম জং উন নিজে উপস্থিত থেকে উৎক্ষেপণ তদারকি করেন এবং বিজ্ঞানী ও সামরিক আধিকারিকদের প্রশংসা করেন। KCNA জানিয়েছে, এই নতুন প্রজন্মের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। এর ফলে দক্ষিণ কোরিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই এই কার্যক্রমকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে।