‘এটা বাইডেনের কাজ, আমি সমাধান করতে এসেছি’

পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের বার্তা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-13 10.33.12 PM

নিজস্ব সংবাদদাতা:  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই সপ্তাহের শেষ দিকে নির্ধারিত বৈঠককে কেন্দ্র করে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি কড়া ভাষায় বলেন, "এটা বাইডেনের কাজ, আমার নয়। উনিই আমাদের এই পরিস্থিতিতে ফেলেছেন। আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ কখনও শুরুই হতো না। কিন্তু যেটা হয়েছে, সেটা হয়েছে। আমি এখানে এসেছি এটি সমাধান করতে।"

ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলবেন এবং প্রয়োজনে দ্রুত দ্বিতীয় বৈঠক আয়োজন করবেন। "যদি প্রথম বৈঠক ঠিকঠাক হয়, আমি প্রায় সঙ্গে সঙ্গেই দ্বিতীয় বৈঠক করতে চাই। পুতিন, জেলেনস্কি এবং আমি— আমরা একসঙ্গে বসব, যদি তারা চান,"— বলেন তিনি। তবে তিনি সতর্ক করে দেন, প্রয়োজনীয় উত্তর না পেলে দ্বিতীয় বৈঠক হবে না।

Screenshot 2025-08-13 10.25.00 PM

প্রথম বৈঠকের লক্ষ্য সম্পর্কে ট্রাম্প বলেন, সেটি হবে পরিস্থিতি বোঝা ও ভবিষ্যতের পরিকল্পনা নির্ধারণের জন্য। তাঁর বিশ্বাস, দ্বিতীয় বৈঠক হলে তা প্রথমটির চেয়ে ‘আরও ফলপ্রসূ’ হবে।

নিজের আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্যের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি দাবি করেন, গত ছয় মাসে তিনি পাঁচটি যুদ্ধ বন্ধ করেছেন এবং ইরানের পারমাণবিক সক্ষমতা ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছেন। তাঁর ভাষায়, "যদি অনেক মানুষের জীবন বাঁচানো যায়, সেটা হবে বড় সাফল্য।"

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য ট্রাম্পের কূটনৈতিক পরিকল্পনা এবং বাইডেন প্রশাসনের নীতির প্রতি তাঁর তীব্র সমালোচনাকে আরও স্পষ্ট করে তুলেছে। আসন্ন পুতিন-ট্রাম্প বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে কড়া নজরে থাকবে, বিশেষত ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান ঘিরে।