/anm-bengali/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-1127-pm-2025-07-08-23-20-46.png)
নিজস্ব সংবাদদাতা: ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাউদার্ন ক্রস’ প্রদান করলেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
/anm-bengali/media/post_attachments/e03237b3-d78.png)
সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদি বলেন, “রিও ও ব্রাসিলিয়ায় যে উষ্ণ আতিথেয়তা পেয়েছি, তার জন্য আমার বন্ধু প্রেসিডেন্ট লুলাকে ধন্যবাদ জানাই। প্রেসিডেন্টের হাত থেকে ব্রাজিলের সর্বোচ্চ বেসামরিক সম্মান পাওয়া শুধুমাত্র আমার নয়, বরং ১৪০ কোটি ভারতবাসীর গর্বের বিষয়। আমি এই সম্মান আমাদের বন্ধুত্ব এবং ভারতের প্রতি তাঁর গভীর নিষ্ঠার প্রতি উৎসর্গ করছি।” মোদি আরও বলেন, “প্রেসিডেন্ট লুলা ভারত-ব্রাজিল কৌশলগত অংশীদারিত্বের প্রধান রূপকার। আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য আগামী পাঁচ বছরে ২০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য স্থির করেছি।” ভারত ও ব্রাজিলের মধ্যে সাংস্কৃতিক সংযোগের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ফুটবল ব্রাজিলের প্রাণ, আর ক্রিকেট ভারতের আবেগ। বল সীমানা পেরিয়ে যাক বা গোলপোস্টে ঢুকুক, ২০ বিলিয়ন ডলারের অংশীদারিত্ব অস্বাভাবিক কিছু নয়।” বিশ্লেষকরা মনে করছেন, মোদির এই সফর ভারত-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতিপ্রবাহ তৈরি করবে।
#WATCH | Brasilia, Brazil: PM Narendra Modi says, "... I want to thank my friend, President Lula, for the warm welcome accorded to us in Rio and Brasilia... The President conferring Brazil's highest honour on me is not just a matter of pride for me, but for 140 crore Indians...… pic.twitter.com/oDtDbjVECi
— ANI (@ANI) July 8, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us