/anm-bengali/media/media_files/2025/09/09/2025-09-08t132031z-86579953-rc2nngatfrpx-rtrmadp-3-nepal-protests-2025-09-09-16-53-37.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফের অনিশ্চয়তার ছায়া। বাংলাদেশের পর এবার প্রতিবেশী নেপালে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। সরকারের পতনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর সরাসরি প্রভাব ভারতের উপর পড়তে পারে বলে আশঙ্কা করছে নয়াদিল্লি। সূত্রের খবর, নেপাল সঙ্কট নিয়ে দ্রুতই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক ডাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিয়মিত পরিস্থিতির রিপোর্ট দিচ্ছেন প্রধানমন্ত্রীকে। তবে নেপালের ৫টি সঙ্কট এই মুহুর্তে ভারতের সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ সীমান্ত নিরাপত্তা নিয়ে আশঙ্কা - ভারত-নেপাল সীমান্ত বিশ্বের অন্যতম খোলা সীমান্ত। নেপালে অস্থিরতা দেখা দিলে চোরাকারবারি, জঙ্গি সংগঠন ও অপরাধী চক্র এই সুযোগ কাজে লাগাতে পারে। অতীতে আইএসআই-র মাধ্যমে নেপাল রুটে জঙ্গি অনুপ্রবেশ ও জাল নোট পাচারের ঘটনা ঘটেছে। এবারও খালিস্তানপন্থী গোষ্ঠী বা জইশ জঙ্গিদের প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে উত্তরপ্রদেশ, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।
২ চিনের প্রভাব বৃদ্ধির আশঙ্কা - ঐতিহাসিকভাবে নেপাল ভারতের প্রভাববলয়ের অন্তর্গত হলেও সাম্প্রতিক বছরগুলোতে সেখানে ব্যাপক অর্থনৈতিক ও পরিকাঠামো বিনিয়োগ করছে চিন। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কাঠমান্ডুতে বেজিংয়ের প্রভাব আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, চিন যদি নেপালকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে আরও জোরালোভাবে যুক্ত করে, তবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/09/nepal-protesta-2025-09-09-21-04-38.jpg)
৩ মানবিক সঙ্কটের সম্ভাবনা - ভারতে বিপুল সংখ্যক নেপালি কাজ ও পড়াশোনা করেন। নেপালের পরিস্থিতি খারাপ হলে সীমান্ত পেরিয়ে শরণার্থীর ঢল নামতে পারে, যা সীমান্তবর্তী রাজ্যগুলিতে সামাজিক চাপ ও মানবিক সঙ্কট তৈরি করবে। একইসঙ্গে শ্রমবাজারেও প্রতিযোগিতা বাড়তে পারে।
৪ অর্থনৈতিক টানাপড়েন - ভারত নেপালের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। নেপাল থেকে ভারত জলবিদ্যুৎ, কৃষিজাত পণ্য ও পর্যটন খাতের সুবিধা পায়। অন্যদিকে, নেপালে ভারত বিপুল পরিমাণে জ্বালানি, খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস রফতানি করে। রাজনৈতিক অস্থিরতা এই লেনদেন ব্যাহত করলে সরাসরি প্রভাব পড়বে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে।
৫ ভূ-রাজনৈতিক অভিঘাত - নেপালের সঙ্কট কেবল ভারত-নেপাল সম্পর্ক নয়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে। চিন ও পাকিস্তান এই সুযোগে নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। ফলে আঞ্চলিক স্থিতিশীলতায় ভারতের কেন্দ্রীয় ভূমিকা প্রশ্নের মুখে পড়তে পারে।
সব মিলিয়ে, নেপালের অস্থিরতা ভারতের জন্য শুধু কূটনৈতিক নয়, বরং নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রেও বড়সড় চ্যালেঞ্জ তৈরি করেছে। দিল্লি নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ নেপালের স্থিতিশীলতাই ভারতের উত্তর সীমান্তে শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us