বন্ধ থাকছে এই ৩ টি বড় এয়ারপোর্ট, না জানলে ভগান্তি

বন্ধ থাকছে এই ৩ টি বড় এয়ারপোর্ট।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Zhukovsky

File Picture

নিজস্ব সংবাদদাতা: রোসাভিয়াতসিয়া জানিয়েছে, ড্রোন হুমকায় মস্কোর "ডোমোদেদোভো", "ঝুকোভস্কি" ও "শেরেমেতিভো" বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Russia's Zhukovsky Airport to Create New Passenger Airline - Russia  Business Today

মস্কোর মেয়র সোবিয়ানিন এক দিন আগে জানান, শহরের দিকে আসা একটি ড্রোন সফলভাবে গুলি করে নামানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে আকাশপথে নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত সাময়িক এবং পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে পরিবর্তিত হতে পারে।