New Update
/anm-bengali/media/media_files/2025/08/20/zelensky-putin-trump-2025-08-20-02-23-34.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ফের একবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই দেশের রাষ্ট্রনেতা যদি সরাসরি আলোচনায় না বসেন তাহলে পরিণতি খুব খারাপ হবে, আজ এমনটাই হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি বলেন,''আমি প্রেসিডেন্ট হিসেবে থাকলে এই যুদ্ধ কখনোই হত না। আমরা আগামী এক-দুই সপ্তাহের মধ্যে দেখব কী হয়। তারপর আমি কড়া,ভাবে এই বিষয়ে হস্তক্ষেপ করবো। এই দুই দেশের রাষ্ট্রনেতারা যদি সরাসরি আলোচনায় না বসেন তাহলে পরিণতি খুব খারাপ হবে।'' এখন ট্রাম্পের এই হুঁশিয়ারির পর রাশিয়া-ইউক্রেন সংঘাত ঠিক কোন দিকে মোড় নেবে দেখার বিষয় হল সেটাই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/03/Q12L135T8GAWPJYT11BH.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us