New Update
/anm-bengali/media/media_files/8NPU8HFnoCPUAbmYELJr.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেন জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। এবার জাপোরিঝিয়ায় যেকোনো মুহূর্তে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপোরিঝিয়ায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

বিমান হামলার সতর্কতা জারি হওয়ায় জাপোরিঝিয়ায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য বৃদ্ধি পাচ্ছে। তবে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। হামলা হলে তা আটকানোর জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনী।
⚡️Zaporizhzhia region, air raid alert! - Regional Military Administration. Proceed to the shelters.
— FLASH (@Flash_news_ua) July 27, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us