/anm-bengali/media/media_files/2025/02/12/978KjjnO1CWRouY3XwL9.webp)
নিজস্ব সংবাদদাতা : আজ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন হামলার পর,আপাতত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কথা বলার কোনও পরিকল্পনা নেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের,আজ এমনটাই জানালো ক্রেমলিন। তবে খুব প্রয়োজনে দ্রুত এই আলোচনার আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রসংস্থা TASS। উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের বিষয়ে ফোনে কথা বলেছেন। সেই ফোনালাপে তাঁরা ইরানের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দাও করেছেন। যদিও এরপর উভয়ের কেউই আমেরিকার নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু শি একটি বার্তায় বলেছেন,“যেসব বড় বড় শক্তির এই সংঘাতে সরাসরি প্রভাব রয়েছে, তাদের উচিত উত্তেজনা কমানো, তা বাড়িয়ে তোলা নয়।” শি-এর এই বক্তব্যকে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে,একটি পরোক্ষ বার্তা বলেই মনে করছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/19/rqr38yzQsqeJ1l2KKdTv.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us