New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: সদ্য বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠছে আলাস্কান উপদ্বীপ। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪ ম্যাগনিটিউড। যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আলাস্কান উপদ্বীপে। এবার ফের নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ল আলাস্কান উপদ্বীপে। সদ্য হয়ে যাওয়া ৭.৪ মাত্রার বিশাল ভূমিকম্পের ফলে এবার সুনামি সতর্কতা জারি করা হল আলাস্কান উপদ্বীপে। স্থানীয় মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। যেকোনো মুহূর্তে সুনামি আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
#BREAKING Tsunami warning after 7.4 magnitude earthquake hits Alaskan peninsula: USGS pic.twitter.com/C2JLGA5fBP
— AFP News Agency (@AFP) July 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us