হতে চলেছে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট- আগেভাগে শহরের বাসিন্দাদের করা হল সাবধান- কিন্তু কেনও?

হতে চলেছে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট।

author-image
Aniket
New Update
power cut.jpg

File Picture


নিজস্ব সংবাদদাতা: খেরসন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় দখলদাররা হামলা চালিয়েছে। আরএমএ প্রোকুদিনের প্রধান এই বিষয়ে জানিয়েছেন।

d

এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হচ্ছে। "এই মুহূর্তে, কাজের সময়কাল ভবিষ্যদ্বাণী করা অসম্ভব," প্রোকুদিন লিখেছেন।