New Update
/anm-bengali/media/media_files/zoXrz2g32fEiWjRGmxRw.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ৭ অক্টোবর ইসরায়েলের ওপর প্রথমবার হামলা চালায় হামাস বাহিনী। যার প্রেক্ষিতে যুদ্ধের ঘোষণা করে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়ানহু। তারপর একাধিকবার ফিলিস্তিনের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। যার ফলে ফিলিস্তিনে মৃত্যু মিছিল তৈরি হয়েছে। এবার নতুন করে একটি ভিডিও নিজের ট্যুইটারে পোস্ট করেছেন বেঞ্জামিন নেতানিয়ানহু। যার ক্যাপশনে তিনি লিখেছেন, "আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে চালিয়ে যাচ্ছি"। ফলে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হবে না বলেই মনে করেছেন অনেকে।
ממשיכים בכל הכוח >> pic.twitter.com/7ZyZAXK78H
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) November 29, 2023
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us