/anm-bengali/media/media_files/Te9wh1YrzUvNC36GMTYK.png)
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মুজিবুর রহমান। তাকে বাংলাদেশের বঙ্গবন্ধু বলা হয়। তবে বিক্ষোভের রেশ এতটাই বৃদ্ধি পেয়েছে যে, কয়েকজন বিক্ষোভকারী তার অবদান ভুলে মুজিবুর রহমানের মূর্তির মাথায় একের পর এক হাতুড়ির আঘাত করে। বর্তমানে সামনে এসেছে সেই চরম মুহূর্তের ভিডিও।
/anm-bengali/media/post_attachments/c0f2c9b4-88a.png)
বাংলাদেশে ছাত্র আন্দলনে শেখ হাসিনার বহু বিতর্কিত বক্তব্য বাংলাদেশের মানুষের মনে বিশেষ করে যুব সমাজের মনে গভীর ভাবে প্রভাব ফেলে। প্রায় ৩০০ জনের হত্যা মেনে নিতে পারেনি বাংলাদেশের আপামর জনগণ। যার প্রভাবে ক্ষোভ এসে পড়েছে মুজিবুর রহমানের মূর্তির ওপরও। তবে বর্তমানে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। ৩০০ জনের মৃত্যুর শোকের মধ্যে এই খবর কিছুটা হলে প্রলেপ ফেলতে পেরেছে সাধারণ মানুষের মনে। তারা বর্তমানে খুশি। বাংলদেশের সেনাবাহিনী বর্তমানে নিজেদের হাতে তুলে নিয়েছেন দেশের কান্ডারি।
Violent protesters are vandalizing the statue of Sheikh Mujibur Rahman, the father of the nation of Bangladesh. pic.twitter.com/A2t5ChN9b9
— Anshul Saxena (@AskAnshul) August 5, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us