New Update
/anm-bengali/media/media_files/2jxoZYk0MAKNEJmc3qfD.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের সাউদার্ন এয়ার কমান্ড জানিয়েছে, খেরসন অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল ব্রিগেডের সৈন্যরা ফ্রন্টের দক্ষিণ দিকে দুটি রুশ ড্রোন "ল্যানসেট" ধ্বংস করেছে।
উল্লেখ্য, সোমবার রাতে খেরসনের আবাসিক এলাকায় রুশ বাহিনীর গোলাবর্ষণের ফলে ৪ জন নিহত এবং ১৭ জন আহত হয়।