/anm-bengali/media/media_files/C6iZilWX5gfYXdSvBOX2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গাজার তিনটি বৃহত্তম হাসপাতালে হামাস বাহিনী হামলা চালিয়েছে। যার জেরে নিহত হয়েছে বহু মানুষ। এবার সামনে এল হামাস সন্ত্রাসদের গোপন সুড়ঙ্গের রাস্তা। ইতিমধ্যেই আল শিফা হাসপাতাল থেকে হামাসের বিশাল অস্ত্রভাণ্ডারের ছবি প্রকাশ করেছে ইজরায়েলি সেনা বাহিনী।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে হাসপাতালে বাঙ্কার গড়ে হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গি গোষ্ঠী হামাস। ইজরায়েলি সেনা তাদের 'এক্স' হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে। যেখানে এই সুড়ঙ্গের পথ দেখা গিয়েছে।
Exposing another layer of Hamas’ exploitation of three of the largest hospitals in Gaza:
— Israel Defense Forces (@IDF) November 17, 2023
🔻Inside the Shifa Hospital complex, a Hamas terrorist tunnel was uncovered.
pic.twitter.com/uGo4uBdTly
ইজরায়েলি সেনা জানিয়েছে, “ গাজার বৃহত্তম তিনটি হাসপাতালকে কাজে লাগাচ্ছে হামাস। আল শিফা হাসপাতাল থেকে ইতিমধ্যেই জঙ্গিদের ব্যবহৃত সুড়ঙ্গের খোঁজ মিলেছে। ” তারা আবার একটি পোস্ট করে সেনা জানিয়েছে যে, র্যানটিসি ও আল কুদস হাসপাতাল থেকেও একইরকমের সুড়ঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us