New Update
/anm-bengali/media/media_files/GDl3qBZ2f1AeXesbC1Jl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ যুদ্ধ চলছে সুদানে। বিশ্বের সব দেশ নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার কাজ করেছে। এই অবস্থায় ভারত ইতিমধ্যে নিজেদের ২৭৮ জন নাগরিককে সুদান থেকে সরিয়ে নিয়ে এসেছে। ২৭৮ জনের পর আটকে পড়া আরও ১২১ জন ভারতীয়ের দ্বিতীয় ব্যাচও জেদ্দার উদ্দেশ্যে বন্দর সুদান ত্যাগ করেছে। জানা গিয়েছে, আইএএফ-এর সি-১৩০জে বিমানে করে বন্দর সুদান থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছেন ১২১ জন আটকে পড়া ভারতীয়। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'আটকে পড়া ১২১ জন ভারতীয়ের দ্বিতীয় ব্যাচ আইএএফ-এর সি-১৩০জে বিমানে করে জেদ্দার উদ্দেশে বন্দর সুদান ত্যাগ করেছে।'
The second batch of 121 stranded Indians leaves Port Sudan for Jeddah onboard IAF C-130J aircraft. pic.twitter.com/xPJdLS9dT8
— ANI (@ANI) April 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us