সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ভারতীয় বংশোদ্ভূত

জানা যায় তার নাম থারমান শানমুগারাতনাম।  তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হয়েছেন । ভারতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন ।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-03 at 12.25.41.jpeg

নিজস্ব সংবাদদাতা: আবারও অন্য এক  রাষ্ট্রের রাষ্ট্র প্রধান ভারতীয় বংশোদ্ভূত। জানা যায় তার নাম থারমান শানমুগারাতনাম।  তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হয়েছেন । ভারতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন ।