/anm-bengali/media/media_files/2024/12/15/1000127679.jpg)
নিজস্ব সংবাদদাতা : রেহিঙ্গা মুসলিমদের স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশের সাহায্য ছাড়া অন্য কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা উল্লেখ করেন, যেমন তুরস্ক সিরিয়ার বিরোধী গ্রুপগুলোর সহায়তা করেছে আসাদ সরকারের পতনে, তেমনই বাংলাদেশের উচিত রেহিঙ্গা মুসলিমদের অধিকার আদায়ে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করা।
/anm-bengali/media/media_files/2024/12/15/1000127678.jpg)
বিশেষজ্ঞদের মতে, রেহিঙ্গা মুসলিমদের সমস্যার সমাধান শুধু বাংলাদেশের সহায়তায় সম্ভব। একদিকে, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিবাদ বৃদ্ধি এবং অন্যদিকে, আন্তর্জাতিক চাপের মাঝে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
/anm-bengali/media/media_files/2024/12/15/1000127675.jpg)
এই বিষয়ে বাংলাদেশের জনগণকেও একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে, যাতে রেহিঙ্গা মুসলিমদের নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে আরও জোরালোভাবে উপস্থাপন করা যায়।
#Bangladesh
— Simon Fahad Khan (@simon_fahad1) December 15, 2024
রেহিঙ্গা মুসলিমদের সাধীনতার জন্য বাংলাদেশের সাহায্য ছাড়া উপায় নাই যেমনটা সিরিয়ার গ্রুপ গুলোকে তুরস্ক সাহায্য করেছে আসাদের পতনে এ বিয়ষে সকল বাংলাদেশিদের এগিয়ে আসতে হবে#saverohingya#BDarmy#crisis#Bangladeshsaverohingyapic.twitter.com/rXaOXQNS1y
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us