সুমি অঞ্চলের পিশচানস্কিতে আহতের সংখ্যা বেড়ে ৭

দুজনের অবস্থা আশঙ্কাজনক।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-06 015413

নিজস্ব সংবাদদাতা: সুমি অঞ্চলের পিশচানস্কি স্টারোস্টাতে হামলায় আহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জেলা প্রধান সাচেনকো।

আহতদের মধ্যে ৫৪ ও ৫৭ বছর বয়সী দুই পুরুষের অবস্থা গুরুতর। এর আগে এই হামলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন নজরদারি চালাচ্ছে।