/anm-bengali/media/media_files/QpweM5Vd3SxU3Nc3OAB7.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ ইজারায়েলের আল শিফা হাসপাতালে হামাস বাহিনী কবজা করে রেখেছে। ইজরায়েলের সেনা বৃহস্পতিবারই আল শিফা হাসপাতালে হামাসের বিশাল অস্ত্রভাণ্ডারের ছবি প্রকাশ করেছিল। তবে জঙ্গিদের খুঁজে পাওয়া যায়নি। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। তার মধ্যেও সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে ফৌজ। জানানো হয়, ৪ হাজার লিটার জল পাঠানো হয়েছে হাসপাতালে। রান্না না করেই খাওয়া যায়, এমন খাবারের দেড় হাজার প্যাকেটও তুলে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
ইজরায়েল সেনার দাবি যে, সাধারণ মানুষকে রক্ষা করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এক্ষেত্রে উল্লেখ্য যে, হামাসের হামলার পরেই গাজায় খাবার ও জল সরবরাহ বন্ধ করে দিয়েছিল ইজরায়েল।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
🔻Inside the Al-Quds Hospital, a large amount of weaponry and ammunition were found.
— Israel Defense Forces (@IDF) November 17, 2023
This was all found over the past 24 hours.
pic.twitter.com/ZTvLRfQcCo
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us