"লক্ষ্য অবশ্যই অর্জিত হবে" — পুতিনের দাবি

ডনবাসকে রাশিয়ার অংশ বলেও উল্লেখ, ‘ঐতিহাসিক সত্য’ বলে দাবি ক্রেমলিনের বক্তব্যে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Putin

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া তার লক্ষ্য অবশ্যই অর্জন করবে। তিনি দাবি করেন, ডনবাস রাশিয়ার ভূখণ্ড এবং এটিকে তিনি ‘ঐতিহাসিক সত্য’ হিসেবে উল্লেখ করেছেন।

putin  a

ক্রেমলিনের এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইউক্রেন এই দাবিকে বহুবার প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক মহলের বড় অংশ এখনও ডনবাসকে ইউক্রেনেরই অংশ হিসেবে স্বীকৃতি দেয়। পুতিনের মন্তব্য চলমান সংঘাতের প্রেক্ষিতে আরও উত্তেজনা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির প্রতি নজর রাখছে।