লড়াই চলছে...কি হবে পরিস্থিতি

ইউক্রেনের বাখুমতে লড়াই ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। যার ফলে উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
air alert

নিজস্ব সংবাদদাতা: বাখমুতকে সম্পূর্ণ দখল করার লক্ষ্য নিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনীয় বাহিনী বাখুমত ছেড়ে দিতে নারাজ। যার ফলে বাখমুতে কয়েকমাস ধরে চলছে যুদ্ধ। তবে বর্তমানে এই যুদ্ধ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে জানানো হয়েছে ইউক্রেনের তরফে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী বাখমুতে এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়াও শহরের চারপাশে বেশ কয়েকটি স্থানে বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ইতিপূর্বে বাখমুতের নিকটের একটি গ্রাম ইভানিভস্কে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। শহরের পশ্চিম অংশে তীব্র গোলাবর্ষণ চলছে। অপরদিকে ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির নেতা ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, তার যোদ্ধারা বাখমুতে অগ্রসর হয়েছে। ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে যে বাকি ভবনগুলি এখনও ইউক্রেনীয় সেনাদের দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে সেখানেও তার যোদ্ধারা অগ্রসর হয়েছে বলে দাবি করেছেন তিনি। উল্লেখ্য, ইউক্রেন জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। সদ্য ইউক্রেনের নিকোপোলে হামলা চালিয়েছে রুশ বাহিনী। যার ফলে, এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এছাড়াও বর্তমানে পোল্টাভা, ডিনিপ্রোপেট্রোভস্ক, কিরোভোহরাদ, মাইকোলাইভ, ওডেসা, খেরসন, জাইটোমির, কিইভ এবং চেরকাসিতে বিমান সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো মুহূর্তে এই অঞ্চলগুলিতে হামলা হতে পারে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিমান সতর্কতা জারি করায় অঞ্চলগুলিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা। তবে ইউক্রেনীয় বাহিনী এলাকাগুলিতে সতর্ক রয়েছে। হামলা হলে তা আটকানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় বাহিনী।