আশঙ্কাই সত্যি হল, বিশাল হামলা চালিয়ে দেওয়া হল- মহাযুদ্ধ

যুদ্ধ থেকে বড় খবর জানা গেল।

author-image
Aniket
New Update
air alert

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের মহাযুদ্ধ চলছে। খেরসনে বিমান হামলা হতে পারে পূর্বেই আশঙ্কা করা হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি করে হামলা চালিয়ে দেয় রাশিয়ান বাহিনী। রাশিয়ান বাহিনী আকাশ থেকে বেসামরিক বসতি আক্রমণ করেছে।

dqe

গাইডেড এরিয়াল বোমাগুলির মধ্যে একটি বেরিসলাভ জেলার তিয়াহিনসিতে একটি ব্যক্তিগত বাড়িতে আঘাত হানে। খেরসন সামরিক জেলা প্রশাসন এই হামলার বিষয়ে জানিয়েছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হামলায় এক নারীও আহত হয়েছেন।

Add 1

Russia | Ukraine | War | Kherson | Beryslav | Tiahyntsi