"নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ক্রিভি রিহতে আরও বাড়ল মৃতের সংখ্যা। ক্রিভি রিহতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ জনে। প্রসিকিউটর জেনারেল এই বিষয়ে জানিয়েছে। এই হামলায় আরও ৫ শিশুসহ ২৯ জন আহত হয়েছেন। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। Russia | Ukraine | War | kryvyi rih "