ফের থরথর করে কাঁপল নেপালের মাটি, মৃত ১৪৩

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানিয়েছেন, নেপালের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কাঠমান্ডুতে একটি বৈঠক ডেকেছেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কাঠমান্ডুতে ভূমিকম্প নিয়ে বৈঠক করেছেন।

author-image
SWETA MITRA
New Update
ssssss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নেপালে (Nepal) মৃত্যুলীলা যেন থামতেই চাইছে না। আবারও একবার ভয়ানক তথ্য দিল নেপাল পুলিশ। আজ শনিবারজানিয়েছে, দশমিকমাত্রারভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো১৪৩জনের। শনিবারবিকেলেনেপালে.মাত্রারআরওআফটারশকঅনুভূতহয়েছে।এটিকেবলআক্রান্তজনগোষ্ঠীরমুখোমুখিচ্যালেঞ্জগুলিকেআরওবাড়িয়েতুলেছে, এইঅঞ্চলেরস্থিতিস্থাপকতাআরওপরীক্ষাকরেছে।