New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বেই ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে একাধিক বার হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এবার ফের একবার রাশিয়ান বাহিনী এই অঞ্চলে হামলা চালানোর ছক কষছে বলে জানতে পারল ইউক্রেনীয় সেনাবাহিনী। যেকোনো মুহূর্তে হতে পারে বিমান হামলা। ইতিমধ্যেই মাইকোলাইভ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। সকলকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। হামলা হলে তা আটকানোর জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনী।
⚡️Mykolaiv region – air raid alert, – Regional Military Administration.
— FLASH (@Flash_news_ua) September 27, 2023
Follow to the nearest shelter immediately.
👉 Follow@Flash_news_ua
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us