New Update
/anm-bengali/media/media_files/2025/07/03/new-project-2025-07-03-22-22-08.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার ফেসবুকে একটা ভিডিও পোস্ট করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান ইউনুসকে নিশানা করলেন অনুপম হাজরা। যেখানে এক মেয়েকে কক্সবাজার সমুদ্রের সামনে থেকে হাস্যকরভাবে পাকিস্তানকে জল দেওয়ার বার্তা দিতে দেখা যাচ্ছে।
এই ভিডিওটি পোস্ট করে অনুপম হাজরা বলেন, "ভারত জল বন্ধ করে দেওয়াতে, মহা সংকটে পাকিস্তান - এটা উপলব্ধি করে বাংলাদেশ থেকে water-supply'এর আশ্বাস দিয়ে পাশে দাঁড়ালেন ইউনুস চাচা'র খালাতো বোনের ফুফাতো মাইয়া !!! সঙ্গে ইমরান খানকে পারমাণবিক-হিন্দি ছুঁড়ে মারলেন..." অনুপম হাজরার এই পোস্ট ঘিরে চর্চা শুরু হয়েছে।