জি২০-তে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ ভারতীয় নেতৃত্বের গর্বের বিষয়- কি বললেন মোদী?

জি২০-তে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ ভারতীয় নেতৃত্বের গর্বের বিষয়: আক্‌ক্রায় বললেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-03 1.31.22 AM

নিজস্ব সংবাদদাতা: ঘানার রাজধানী আক্‌ক্রায় এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জি২০-তে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ প্রাপ্তি ভারতের জি২০ সভাপতিত্বের একটি গর্বজনক সাফল্য। প্রধানমন্ত্রী বলেন, “এটি ভারতের জন্য গর্বের বিষয় যে, আমাদের জি২০ সভাপতিত্বের অধীনে আফ্রিকান ইউনিয়ন স্থায়ী সদস্যপদ লাভ করেছে।”

Screenshot 2025-07-03 1.26.56 AM

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ দক্ষিণের দেশগুলোর প্রতি ভারতের অঙ্গীকার ও বিশ্ব মঞ্চে সমতা প্রতিষ্ঠার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। আফ্রিকান দেশগুলোর প্রতিনিধিত্ব আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।