/anm-bengali/media/media_files/2025/07/03/screenshot-2025-07-0-am-2025-07-03-01-31-39.png)
নিজস্ব সংবাদদাতা: ঘানার রাজধানী আক্ক্রায় এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জি২০-তে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ প্রাপ্তি ভারতের জি২০ সভাপতিত্বের একটি গর্বজনক সাফল্য। প্রধানমন্ত্রী বলেন, “এটি ভারতের জন্য গর্বের বিষয় যে, আমাদের জি২০ সভাপতিত্বের অধীনে আফ্রিকান ইউনিয়ন স্থায়ী সদস্যপদ লাভ করেছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/03/screenshot-2025-07-0-am-2025-07-03-01-27-11.png)
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ দক্ষিণের দেশগুলোর প্রতি ভারতের অঙ্গীকার ও বিশ্ব মঞ্চে সমতা প্রতিষ্ঠার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। আফ্রিকান দেশগুলোর প্রতিনিধিত্ব আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
#WATCH | Accra, Ghana | In a joint statement, PM Modi says, "... It is a matter of pride for India that under our G20 presidency, the African Union got permanent membership of the G20..."
— ANI (@ANI) July 2, 2025
(Source: ANI/DD News) pic.twitter.com/IGMXUW2tif
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us