BREAKING: থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ! যুদ্ধের দ্বিতীয় দিনে নিহত ১৫

দ্বিতীয় দিনে পড়লো থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার দ্বিতীয় দিনে প্রবেশ করলো থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ। গতকাল থেকে শুরু হওয়া এই যুদ্ধকেই, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিগত এক দশকের মধ্যে সংগঠিত হওয়া,সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষের খেতাব দেওয়া হয়েছে। এই যুদ্ধে দুই দেশের সেনাবাহিনীই একে-অপরকে লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ ও রকেট হামলা চালিয়ে চলেছে, যারফলে ইতিমধ্যেই অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং থাইল্যান্ডের প্রায় ১ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

israel hamas warq1.jpg

থাই সেনাবাহিনীর মতে, কম্বোডিয়ান বাহিনী BM-21 রাশিয়ান রকেট লঞ্চারসহ, ভারী কামান ব্যবহার করে অবিরাম গোলাবর্ষণ করে চলেছে। তারা জানিয়েছে, থাইল্যান্ডের উবন রাচথানি ও সুরিন প্রদেশে ভোরের আগেই সংঘর্ষ শুরু হয়। জবাবে, থাই সেনাবাহিনী ‘পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছে। এই সংঘর্ষ শুরুতে ছোট অস্ত্র ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও,পরে ছয়টি এলাকায় তা ব্যাপক রূপ নিয়ে নেয়, এবং এই যুদ্ধের পরিসর ১৩০ মাইল (প্রায় ২০৯ কিমি) পর্যন্ত ছড়িয়ে পরে।

এরপরেই বৃহস্পতিবার রাতে থাইল্যান্ড কম্বোডিয়া থেকে নিজের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ডাক দেওয়া হলেও, এই রক্তক্ষয়ী সংঘর্ষ থামার কোনও লক্ষণ এখনও পর্যন্ত দেখা যায়নি।