/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে অবিলম্বে ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হলেন দুই দেশের নেতা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোমবার এই তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ায় আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকের পর আনোয়ার বলেন, “দুই দেশের সরকারই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে—তৎক্ষণাৎ এবং শর্তহীনভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হবে, যাতে সংঘর্ষের অবসান ঘটে এবং মানবিক সংকট আর না বাড়ে।”
/anm-bengali/media/post_attachments/091654c5-3b8.png)
উল্লেখ্য, প্রাচীন মন্দির এলাকা নিয়ে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন এবং ২ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক মহল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে, উভয় দেশ আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারবে।
The leaders of Thailand and Cambodia have agreed to an immediate and unconditional ceasefire to end their border clashes, Malaysian Prime Minister Anwar Ibrahim said on Monday, following talks in Malaysia between the two Southeast Asian neighbours: Reuters pic.twitter.com/hTKMmObiWq
— ANI (@ANI) July 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us