New Update
/anm-bengali/media/media_files/2025/07/06/gvkd9yhaaaavn1y-2025-07-06-13-08-35.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে, যার মধ্যে ১৫ জন শিশু বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টিতে ৪৩ জনের মৃত্যু হয়েছে। ট্র্যাভিস কাউন্টিতে ৪ জন, বারনেট কাউন্টিতে ২ জন ও টম গ্রিন কাউন্টিতে ১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু কিশোরীর খোঁজে চলছে উদ্ধার অভিযান।
#BREAKING Death toll from Texas floods hits 50: county officials pic.twitter.com/t2g41ZUiif
— AFP News Agency (@AFP) July 6, 2025