/anm-bengali/media/media_files/l36Jvq0ZWJ9qYcp9GtRj.jpg)
নিজস্ব সংবাদদাতা: অস্থায়ীভাবে রাশিয়ান অধিকৃত ইউক্রেনের বার্দিয়ানস্কে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। বার্দিয়ানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, বিমান হামলা হয়েছে বার্দিয়ানস্কে। নতুন করে হামলা হতে পারে বলে আশংকা করা হচ্ছে। উল্লেখ্য, ইউক্রেন জুড়ে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। বর্তমানে খারকিভ, জাপোরিঝজিয়া, খেরসন ও দিনিপ্রোতে বিমান সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো মুহূর্তে এই অঞ্চলগুলিতে বিমান হামলা হতে পারে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইউক্রেনীয় বাহিনী সতর্ক রয়েছে।
⚡️ Video of the expression in temporary occupied Berdyansk.
— FLASH (@Flash_news_ua) May 25, 2023
👉 @Flash_news_ua https://t.co/dTLd9hVSi9 pic.twitter.com/fc45R2BI9u