New Update
/anm-bengali/media/media_files/sTne5O20ZlqRay2vqScq.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি বাজারে এসেছে থ্রেডস, মেটার তৈরি একটি টেক্সটিং অ্যাপ। প্লে স্টোরে আসার সঙ্গে সঙ্গেই প্রায় মিলিয়ন সংখ্যা ব্যবহারকারী থ্রেডস অ্যাপে লগইন করেছে। এর ফলে টুইটারের সঙ্গে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই লেগেছে মেটার এই নতুন অ্যাপের। কিন্তু এত কিছুর মধ্যেও টুইটারকেই সমর্থন করেছে তালিবান।
কাবুলে তালিবানদের অন্যতম অন্যতম শীর্ষ নেতা আনাস হাক্কানি এলন মাস্কের টুইটারকে সমৰ্থন জানিয়েছেন। তিনি জানান, টুইটারের নিয়মকানুন মেটার তুলনায় অনেক ভাল। তিনি মেটার নিয়মকে 'অসহিষ্ণু' বলেও উল্লেখ করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us