শান্তি বার্তা : বাণিজ্যে শুল্ক নয়, সহযোগিতা চায় তাইওয়ান!

তাইওয়ান জানিয়েছে, আমেরিকার বাড়তি শুল্কের জবাবে তারা প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে না। বরং সম্পর্ক দৃঢ় করতে তারা বিনিয়োগ ও সহযোগিতা বাড়াবে।

author-image
Debapriya Sarkar
New Update
Taiwan

নিজস্ব সংবাদদাতা : তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং-থে জানিয়েছেন, আমেরিকা যদি তাদের পণ্যের ওপর বাড়তি শুল্কও বসায়, তাইওয়ান তবুও যুক্তরাষ্ট্রের ওপর কোনো প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে না। প্রেসিডেন্ট লাই এক অনুষ্ঠানে দেশের বড় বড় ব্যবসায়ীদের সামনে বলেন, "আমরা সংঘাত চাই না, আমরা চাই বন্ধুত্ব। তাই আমরা আমেরিকার সঙ্গে বাণিজ্য আরও সহজ করবো, ধাপে ধাপে আমাদের বিনিয়োগ বাড়াবো। দুই দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করবে, এটাই আমাদের লক্ষ্য।"

Tariffs

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাইওয়ান থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্ক বসিয়েছেন। যেখানে অন্য সব দেশের জন্য এই শুল্ক হার মাত্র ১০ শতাংশ। এতে অনেকেই ভেবেছিলেন তাইওয়ানও হয়তো পাল্টা পদক্ষেপ নেবে। কিন্তু তাইওয়ান দেখিয়ে দিল তারা ঝগড়ার পথে হাঁটতে চায় না। বরং তারা বুঝিয়ে দিল, শান্তিপূর্ণভাবে আলোচনা ও পারস্পরিক সহযোগিতাই তাদের মূল নীতি। তারা বিশ্বাস করে, এতে করে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে বাণিজ্যেও উন্নতি আসবে। এই পদক্ষেপকে অনেকেই কূটনৈতিকভাবে খুবই ইতিবাচক বলে মনে করছেন।