প্রত্যর্পণ স্থগিত রাখার অনুরোধ নিয়ে মার্কিন কোর্টে ফের আপিল করলেন ২৬/১১ হামলার অভিযুক্ত তাহাউর রানা

তিনি প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে, তার প্রত্যর্পণ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন।

author-image
Debjit Biswas
New Update
TAHAUR

নিজস্ব সংবাদদাতা : আমেরিকা থেকে ভারতে তার প্রত্যর্পণ আটকাতে আবারও মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ২৬/১১ হামলার অভিযুক্ত তাহাউর রানা। ২৬/১১ এর মুম্বাই হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তারপর থেকেই আমেরিকায় গা ঢাকা দিয়েছিলেন তিনি। এরপর তাকে ভারতে ফেরানোর জন্য জরুরি আইনি প্রক্রিয়াও শুরু করে ভারত। আর তাই এবার ফের একবার নিজের প্রত্যর্পণ আটকাতে মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট তার আবেদন খারিজ করেছিল।

TAHAUR

তাই এবার তিনি দাবি করেছেন যে, ''ভারতে প্রত্যর্পিত হলে, স্বাস্থ্য সংকটের কারণে আমি বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মারা যেতে পারি। যদি আমার প্রত্যর্পণ স্থগিত না করা হয়, তাহলে মার্কিন আদালতের, আমার মামলার উপর আর কোনও নিয়ন্ত্রণ থাকবে না এবং তারফলে আমি "আসন্ন মৃত্যুর ঝুঁকির" মুখে পড়ব।''