/anm-bengali/media/media_files/2025/08/07/screenshot-2025-08-07-1252-am-2025-08-07-00-01-07.png)
নিজস্ব সংবাদদাতা: সুইজারল্যান্ডের ওপর সম্ভাব্য ৩৯ শতাংশ আমেরিকান শুল্কের মুখে দ্বিপাক্ষিক উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাচ্ছেন সুইস প্রেসিডেন্ট কারিন কেলার-সুটার। বৃহস্পতিবার থেকে কার্যকর হতে চলা এই শুল্ক কার্যকর হওয়ার আগেই আলোচনার জন্য তিনি জরুরি ভিত্তিতে ওয়াশিংটন পৌঁছেছেন।
তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন।
সূত্রের খবর, সুইস প্রেসিডেন্ট এই শুল্ককে ‘অত্যন্ত ক্ষতিকর’ বলে উল্লেখ করে বলেন, “এটি কেবল সুইজারল্যান্ডের রপ্তানি খাতে বড়সড় ধাক্কা দেবে না, বরং সুইস-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কের উপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।”
/anm-bengali/media/post_attachments/c9e56691-625.png)
মার্কো রুবিও এখনও পর্যন্ত কোনও মন্তব্য না করলেও, কূটনৈতিক মহলে আলোচনা চলছে যে সুইস প্রেসিডেন্টের সফর থেকেই বোঝা যাচ্ছে বিষয়টির গুরুত্ব কতটা।
এই শুল্ক আরোপ হলে সুইজারল্যান্ডের একাধিক প্রধান পণ্য যেমন ঘড়ি, ওষুধ ও বিশেষজ্ঞ যন্ত্রপাতির উপর বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু দুই দেশের বাণিজ্য নয়, ইউরোপ-মার্কিন সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।
আলোচনার ফলাফল বৃহস্পতিবারের আগেই স্পষ্ট হবে কি না, তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলের নজর ওয়াশিংটনের দিকে।
Swiss President Karin Keller-Sutter rushed to Washington for talks with Secretary of State Marco Rubio, in hopes of averting a 39 percent tariff on many of its US exports come Thursday https://t.co/nUAo2qV02qpic.twitter.com/sR9cCtZWre
— AFP News Agency (@AFP) August 6, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us